School And College Histry



দেশের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য  শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার অভিজাত এলাকা বনানীতে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি তৎকালীন ডি.আইটি’র তত্ত্বাবধানে বিনামূল্যে সাড়ে সাত বিঘা জমির উপর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। 

বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ছাত্র-ছাত্রী এবং শিক্ষক, স্টাফ ও কর্মচারী রয়েছে প্রায় ২০০ জন। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা মরহুম মিসেস আয়েশা আমীন দীর্ঘ প্রায় ১৮ বছর প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। মিসেস আয়েশা আমীন পূর্বে আজিমপুর গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা থাকাকালীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছাত্রী ছিলেন। ১৯৮৯ সালে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার জাতীয় পুরস্কারে ভূষিত হন।

  • প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুপ্রিম কোর্টের স্বনামধন্য এডভোকেট জনাব খলিলুর রহমান টানা ২৬ বছর অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

  • ২০০১ সালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা মহানগরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় স্বীকৃতি পায়।

  • ২০০৭ সালে এসএসসিতে ঢাকা বোর্ডের সেরা ১০টি স্কুলের মধ্যে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যাণ্ড কলেজ ৬ষ্ঠ স্থান অর্জন করে।

  • ২০১১ সালে পিইসি-তে সারা দেশের মধ্যে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ১৩ তম স্থান অর্জন করলে সাফল্যের বিজয়দাতা চারিদিকে ছড়িয়ে পড়ে।

  • ২০১৬ সালে পিইসিতে পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন, জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৭৭ জন এবং এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৩৮ জন। প্রতিবছরই পরীক্ষা পাশের হার থাকে প্রায় ১০০%।

  • শুধু ফলাফলই নয় প্রতিষ্ঠানে সাহিত্য সংস্কৃতি, সাংস্কৃতিক শিল্পচর্চা, বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, আইসিটি ক্লাব, গার্ল গাইড, যুব রেট ক্রিসেন্ট, কালচারাল ক্লাবসহ সহপাঠ্যক্রমিক নানা বিষয় ও কার্যক্রম এখানে চালু রয়েছে।

  • ২০১৬ সালে ঢাকা মহানগরে জাতীয় স্কুল ও মাদ্রাসা ভিত্তিক প্রতিযোগিতায় ব্যাডমিন্টন শাখায় (একক ও দ্বৈত) মেয়েরা রানার আপ হয়।

  • ২০১৫ ও ১৬ সালে থানা পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

  • ২০১৬ সালে আন্ত:থানা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় রানার আপ হিসেবে পুরস্কৃত হয়।

  • ২০১৫ সালে আন্ত:স্কুল ও থানা পর্যায়ে ব্যাডমিন্টনে বালক গ্রুপ (একক) চ্যাম্পিয়ন হয়।

  • ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে এআইইউবি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

শিক্ষার্থীদের প্রকৃতপক্ষে তাদের মেধার জাগরণ সুপ্ত প্রতিভার বিকাশ, উৎভাবনী ক্ষমতা ও সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা এখানে রয়েছে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে মনুষ্যবোধের সৃষ্টির মাধ্যমে যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলা সর্বোপরী প্রতিষ্ঠানটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-কল্পনা, অনুভব-বিশ্বাস ও সাহিত্যের সত্যিকারের মানুষ গড়ার তীর্থক্ষেত্র হিসেবে সর্ব মহলে প্রশংসিত ও পরিচিতি লাভ করে চলেছে এবং উত্তরোত্তর আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এ বিশ্বাস আমাদের রয়েছে।

13 Aug, 2023